চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন। রবিবার দুপুরে তিনি এ সম্মাননা হাতে পান। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য অগ্রগামী ফাউন্ডেশন তাকে এ সম্মানে ভূষিত করেন। গত ২৮ জানুয়ারি ঢাকা ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও তিনি আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক শহীদ নূর হোসেন স্মৃতি সম্মাননা-২০২১, বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র কর্তৃক শেরে-বাংলা স্মৃতি সম্মাননা-২০২১, হাজী মুহাম্মদ মহসিন স্মৃতি পরিষদ কর্তৃক দানবীর মুহাম্মদ মহসিন স্মৃতি সম্মাননা-২০২১ ও মায়ের আঁচল ফাউন্ডেশন কর্তৃক মাদার তেরেসা স্মৃতি সম্মাননা-২০২১ পেয়েছেন।
থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘মানুষ এখন শান্তি চায়। কেউ অযথা ঝুট-ঝামেলায় জড়াতে চায় না। তাই চিতলমারী থানায় বিগত দিনের চাইতে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কমেছে।