চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিদ্যালয় ব্যস্থাপনা কমিটির সভাপতি এম এ খসরু আহম্মেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. কামরুননেছা, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়। এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।