নেংগুড়াহাট (মনিরামপুর) প্রতিনিধি : মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি বিকেলে নেংগুড়াহাট স্কুল এণ্ড কলেজ মাঠে গণসংবর্ধনা দেওয়া হয়েছে যশোর—৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে।
গণসংবর্ধনার জবাবে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলছেন, কোন উন্নয়ন কাজে কোন ধরনের অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। আজ নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমূখী সেতু নির্মাণ করার মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বকালের শ্রেষ্ঠ সাফল্য অর্জন করেছে। যারা পদ্মা সেতু নির্মাণ নিয়ে কটাক্ষ করে সমালোচনায় মুখর ছিল, আজ তারা জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তার সাথে প্রশংসা করছেন।
<<আরও পড়তে পারেন>> মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতার পরিবারের পাশে আ’লীগ নেতা ইয়াকুব আলী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা কৃষাকলীগের সভাপতি আবুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জি এম আব্দুল মজিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক সহ—সভাপতি পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, তথ্য ও গবেষণা বিষয়ে সম্পাদক আবুল বাশার চাকলাদার।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্দীপ কুমার ঘোষ, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক জিল্লুর রহমান, চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, জেলা ছাত্রলীগ নেতা ফজলুর রহমান, উপজলা সভাপতি মাহামুদুল হাসান রকি, আওয়ামী লীগ নেতা আঃ লতিফ, আঃ ওয়াদুদ, মশিয়ার রহমান, আঃ গফফার, গোলাম রসুল, আঃ খালেক, ইকবাল হোসেন, মুনছুর আলী, প্রবীণ কুমার মল্লিক, তরিকুল ইসলাম, সবেদ আলী মহলদার, যুবলীগ নেতা মাষ্ঠার তুহিন, জুয়েল হোসেন, মফিজুর রহমান, আঃ হক, মিজানুর রহমান প্রমুখ।