নিজস্ব প্রতিবেদক : চারুপীঠের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের পৌর পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
<<আরও পড়তে পারেন>> ফ্রেন্ডস ক্লাব যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অনুষ্ঠানে চারুপীঠের সহ—সভাপতি কাজী মাজেদ নেওয়াজের সভাপতিত্বে অতিথি ছিলেন, শিশু সাহিত্যিক ও ছড়াকার ফারুক নেওয়াজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শ্বান্তনা শাহারিন নিনি, চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ আফসানা জামান।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬৫ শিশুকে সনদপত্র দেওয়া হয়।