সমাজের কথা ডেস্ক : প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি নিজেকে মৃধা সাহেব বলে পরিচয় দিতেন।
ডিবি জানিয়েছে, দেলোয়ার হোসেন মৃধার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা এলাকার বাসিন্দা। তিনি ১৯৮৮ সালে কারারক্ষী পদে যোগদান করে ১৯৯৫ সাল পর্যন্ত চাকরি করে। চাকরিকালীন সময়ে দুর্নীতিসহ অসদাচরণের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত হওয়ার পর থেকে সে বিভিন্ন জায়গা জমির দালালি করা শুরু করেন। পরবর্তীতে তিনি কক্সবাজার জেলার টেকনাফে প্রথম বিয়ে এবং ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। জমি দালালি করাকালীন বিভিন্ন প্রতারকের সাথে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তিনি সে পথেই হাটেন।
<< আরও পড়ুন >> নির্বাচন : তালিকা হচ্ছে সন্ত্রাসীদের
ডিএমপির অতিরিক্ত কমিশনার(ডিবি) হারুন অর রশীদ জানান, এই প্রতারকের বিরুদ্ধে আমাদের কাছে অনেক অভিযোগ ছিল। দীর্ঘদিন অনুসন্ধান করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।