নিজস্ব প্রতিবেদক : ‘চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে সাংস্কৃতিক সমাবেশ ও জাতীয় পতাকা মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
গতকাল সকাল সাড়ে ১০টায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি অধ্যাপক সুকুমার দাসের সভাপতিত্বে সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারম্নন অর রশীদ, সাধারণ সম্পাদক
সাজেদ রহমান বকুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, বিএমএ যশোরের সাধারণ সম্পাদক ডা. আবুল বাশার, শিল্পকলা একাডেমি যশোরের সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, অবসরপ্রাপ্ত শিড়্গক
দীপঙ্কর দাস রতন, ডা. আব্দুর রাজ্জক কলেজের অধ্যক্ষ জেএম ইকবল হোসেন, প্রাক্তন অধ্যড়্গ শাহীন ইকবাল, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আমিনুর রহমান হিরম্ন, বাসুদেব বিশ্বাস, প্রেসক্লাব যশোরের যুগ্ম
সম্পাদক মিলন রহমান, প্রকৌশলী শহিদুল হক বাদল, পরিতোষ বাউল, নারীনেত্রী অ্যাড. কামরম্নন নাহার কনা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু।
সমাবেশে বক্তারা বলেন, আজ দেশে সম্প্রদায়িক সম্প্রীতিতে সঙ্কট দেখা দিয়েছে। সাম্প্রদায়িক কারণে, শ্রেণিবৈষম্যের কারণে সম্প্রীতি নষ্ট হচ্ছে। সম্প্রীতি আবার ফিরিয়ে আনতে হলে ৭২ এর সংবিধানের পূর্ণবা¯ত্মবায়নের বিকল্প নেই। তাই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একাত¥ হওয়ার থাকার আহ্বান জানানো হয়।