নিজস্ব প্রতিবেদক : ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী নিরলস শ্রম দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। তারই ধারাবাহিকতায় যশোর চাঁচড়া বাজারে একটি ময়লার স্তুপকে পরিচ্ছন্ন করে ফুলের বাগানে রূপান্তর করেছে বিডি ক্লিন তারুণ্য।
পবিত্র মাহে রমজানের রোজা অবস্থায় পথচারী ও মসজিদের মুসল্লিদের জন্য উদ্যোগটি ফলপ্রসূ হবে বলে স্থানীয়রা মন্তব্য করেন। ময়লার স্তুপকে পরিচ্ছন্ন করে ২৫ জন সদস্যের সারা দিনের চর্চার ফলে অর্ধশত গাছ রোপনের মাধ্যমে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ফুলের বাগান।
অপরিচ্ছন্ন স্থানকে পরিচ্ছন্ন করে ফুলের বাগান তৈরিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক (উপ-সচিব) হুসাইন শওকত ও বিডি ক্লিন যশোরের উপদেষ্টা সাজেদ রহমানসহ বিডি ক্লিন যশোর টিমের সদস্যরা।
বিডি ক্লিন যশোর জেলা সমন্বয়ক রকিবুল ইসলাম বলেন, আমরা পরিষ্কার করেছি দেশব্যাপী সকল নাগরিক মননে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা জাগ্রত করে, নতুন প্রজন্মকে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ উপহার দিতে।
এসময় বিডি ক্লিন খুলনা বিভাগীয় সমন্বয়ক আল হেলাল মামুন বলেন, আমরা পরিষ্কার করতে আসিনি বরং এসেছি আপনার অপরিচ্ছন্ন বিবেককে জাগ্রত করতে। দেশব্যাপী নোংরা স্থান পরিষ্কার করা আমাদের দায়িত্বও নয় তাই বলে যত্রতত্র ময়লা ফেলে পরিচ্ছন্ন স্থানকে নোংরা করা তো আমাদের দায়িত্ব হতে পারেনা। মনে রাখা উচিৎ দেশকে পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নাগরিক দায়িত্ব।
যেহেতু আপনি যত্রতত্র ময়লা ফেলে দেশের মাটিকে অবিরাম নোংরা করে চলেছেন, সেহেতু আপনাকে সচেতন করতে, অথবা বলতে পারেন আপনাকে লজ্জা দিতেই আমাদের এই পরিষ্কার কর্মসূচি। জানি উপদেশ মেনে নিয়ে নোংরা অভ্যাস পরিহার করার মত মানসিকতায় জং ধরে স্তর পড়েছে অনেক আগেই, তাই উপদেশ না দিয়ে বরং কষ্টকর কাজ প্রদর্শনের মাধ্যমে সচেতন করতেই বিডি ক্লিন তারুণ্যের এই ক্ষুদ্র প্রয়াস।