সমাজের কথা ডেস্ক : চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পরাজিত ক্রোয়েশিয়া ও মরক্কো আজ মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ দল নির্ধারণ লড়াইয়ে।
ইতিহাস গড়া আফ্রিকার দেশ মরক্কো ফাইনাল খেলতে না পারলেও তাদের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়াকে হারিয়ে অন্তত তৃতীয় সেরা দল হয়া্র। বাংলাদেশ সময় রাত ৯টায়
কাতারে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তবারের রানার্স আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে এবারের বিশ্বকাপে একাধিক অঘটনের জন্ম দেয়া মরক্কো। ক্রোয়েশিয়া ও মরক্কো
একই গ্রুপে ছিল । গ্রুপ এফের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল। সে ম্যাচটি অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল। এবার দল দুটি খেলবে তৃতীয় সেরা হয়ার জন্য । ক্রোয়েশিয়া সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়। অন্যদিকে মরক্কো
বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত ২-০ গোলে হেরে স্বপ্নের ফাইনালে যেতে ব্যর্থ হয়। এখন দেখার বিষয় আজকের লড়াইয়ে কারা বিজয়ী হয়।