২০শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
চন্দ্র বলয়
চন্দ্র বলয়ের মানে কি

সমাজের কথা ডেস্ক : ইংল্যান্ডে রাতের আকাশে দেখা মিলেছে চন্দ্র বলয়ের। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় স্টাফোর্ডশায়ার, ওয়েস্ট মিডল্যান্ডস, সারে, বার্কশায়ার, ডরসেট, ইয়র্কশায়ার, কামব্রিয়া, ডার্বিশায়ার এবং আইল অফ উইটের আকাশে চাঁদের চারপাশে এ বলয় দেখা গেছে।

আন্তর্জাতিক একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে ভাসমান বরফকণার ওপরে চাঁদের আলো প্রতিফলিত হয়ে এই বলয়ের সৃষ্টি করে। আর এই বরফ কণাগুলো থাকে মেঘের ভেতরে। এই বলয় একটি নির্দিষ্ট কোণে মেঘের নিচের অংশে প্রদর্শিত হয়।

বরফের এই বর্ণ বলয় বিভিন্ন ধরনের হতে পারে। এমনকি ট্রপস্ফিয়ারে সাইরাস মেঘের ভেতরে থাকা বরফের কণা দিয়েও এই বলয় গঠন হতে পারে। অবশ্য এর জন্য নির্দিষ্ট স্ফটিক এবং স্থিতিবিন্যাসের প্রয়োজন।

বরফ স্ফটিক দ্বারা আলো প্রতিফলিত এবং প্রতিসৃত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত বিচ্ছুরত হয়। এই স্ফটিক আয়নার মত আচরণ করে প্রতিফলিত করে, যার ফলে আমরা এই রকম বলয় দেখতে পাই।

শীতকালে একটু বেশি দেখা যায় বলে এটি শীতকালীন বর্ণবলয় নামেও পরিচিত। এই বলয়টি কখনো ঘোলাটে সাদা রঙয়ের আবার কখনও রংধনুর সাত রঙেরও দেখা যায়।

তবে আবহাওয়া অফিসের মতে, ‘হ্যালো’ বা চন্দ্র বলয়ের মানে হচ্ছে বৃষ্টি আসতে পারে।

ঐতিহাসিকভাবেও মনে করা হয়, চাঁদের বলয় বৃষ্টিপাতের পূর্বাভাস।

আবার কেউ কেউ ঘটনাটিকে ‘আশ্চর্যজনক’ বলে বর্ণনা করেছেন। অন্যরা এটিকে ‘খুব অদ্ভুত’ এবং ‘রাতের রংধনু’ বলে বর্ণনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram