সমাজের কথা ডেস্ক : রাজনীতি আর পারিবারিক কারণে অভিনয় থেকে অনেকটাই দূরে ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে, স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। জানান, অনেকদিন থেকেই আলাদা থাকছেন তারা। আর খুব শিগগিরই তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিচ্ছেদ ঘোষণার পর থেকে মাহি আবার ব্যস্ত হয়ে উঠেছেন শোবিজে। অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। এর মধ্যে লুকেও এনেছেন পরিবর্তন। আর নতুন কাজ নিয়েও চালিয়ে যাচ্ছেন কথাবার্তা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে পর্দায় ফেরার প্রসঙ্গে অগ্নিকন্যা’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। মাঝে রাজনীতি ও পরিবার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। ওই সময় অনেক নতুন নতুন ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু ব্যস্ততার কারণে কাজগুলো করা হয়নি।’
মাহি আরও বলেন, ‘ওই সময় রাজি থাকলে অন্তত পাঁচটি ভালো সিনেমা করতে পারতাম। ভালো নির্মাতা—প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই প্রস্তাবগুলো এসেছিল। তখন বাছবিচার ছাড়াই সবার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এখন ঘোর থেকে বাস্তব জীবনে ফিরেছি। এখন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।’