নিজস্ব প্রতিবেদক : যশোরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম—বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামবাসীর আয়োজনে এ ঘোড়া দৌড় খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় হৈবতপুর, চুড়ামনকাটি, ইছালী, কাশিমপুর, চৌগাছার উপজেলার ফুলসারা ইউনিয়নসহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ক্রীড়ামোদি সাধারণ মানুষ খেলা দেখতে আসেন।
পাঁচ রাউন্ডের খেলায় ৪০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় চৌগাছার দশপাকিয়া গ্রামের মিলন হোসেন প্রথম, নড়াইলের শাহিন হোসেন দ্বিতীয় ও সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের রাশেদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।