সমাজের কথা ডেস্ক : ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারে প্রায় ৫ লাখ মানুষ ও ৩৮ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক এখনো স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য প্রকাশ করে জেলা প্রশাসক শাহীন ইমরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৭০টি ইউনিয়নেই ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ হাজার ৮৫৪টি বসতবাড়ি। এর মধ্যে ৫ হাজার ১০৫টি সম্পূর্ণ এবং ৩২ হাজার ৭৪৯টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, কক্সবাজারে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে আরো অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে ওঠার জন্য সরকার জনগণের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দানের জন্য জেলা প্রশাসকের কাছে চাহিদাপত্র চাওয়া হয়েছে। তিনি কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, নুনিয়ারছড়া ও সদরের নিকটবর্তী খুরুশকুল ইউনিয়নে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্গতদের ত্রাণ ও ঢেউটিন উপহার দেন প্রতিমন্ত্রী।