১২ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূল জুড়ে প্রস্তুতি
ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূল জুড়ে প্রস্তুতি
457 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্যোগ ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূলসহ বিভিন্ন উপজেলায় প্রস্তুতিমূলকসভা হয়েছে। তাছাড়া নানা প্রস্তুতিমূলক কাজ করছে কোস্টগার্ড। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, মোখা মোকাবেলায় ফকিরহাটে আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হবে। এছাড়াও প্রস্তুত থাকবে মেডিকেল টিম ও শুকনা খাবার। প্রয়োজনে কন্ট্রোল রুম খোলা হবে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সভাপত্বি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।


এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা প্রমুখ।

মোংলা প্রতিনিধি জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় মোখা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। উপকূলের দিকে ধেয়ে আসা মোখা থেকে উপকূলবাসীকে রক্ষার্থে কোস্ট গার্ড পশ্চিম জোন থেকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলসমূহ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেওয়ার পাশাপাশি কোস্ট গার্ড স্টেশনে আশ্রয় দেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কোস্ট গার্ডের সকল জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট এবং ডিজাস্টার রিসপন্স এন্ড রেস্কিউ টিম প্রস্তুত রয়েছে। এরই মধ্যে কোস্ট গার্ড এর কর্মকর্তা ও নাবিকদের ঘূর্ণিঝড় মোখা উপলক্ষে উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়োজিত করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয়সাধনের জন্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক বিশেষ কন্ট্রোলরুম পরিচালনা করা হচ্ছে। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্যে কোস্ট গার্ড পশ্চিম জোন এর অধিনস্থ সকল জাহাজ, স্টেশন এবং আউটপোস্টসমূহ সর্বদা প্রস্তুত রয়েছে।


নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর থেকে জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় মণিরামপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু আব্দুল¬াহ বায়েজিদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ,আলমগীর কবীর লিটন, ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস প্রমুখ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, রেড ক্রিসেন্ট কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, সুজয় মিস্ত্রী, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির জজ ও সিপিপি টিম লিডার আশরাফুল ইসলাম টুটুল।

সভায় ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুতরাখাসহ পর্যাপ্ত শুকনা খাবার ও পানি মজুদ রাখা, প্রয়োজনীয় যানবাহন, রেড ক্রিসেন্ট ও সিপিপি সদস্যদের প্রস্তুত রাখা, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান, মেডিকেল টিম গঠনসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram