মোংলা প্রতিনিধি : পথচারির ঘুসিতে মোংলায় আল আমিন (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মামার ঘাট এলাকায় মারপিটের ঘটনায় ওই ভ্যান চালক নিহত হয়। নিহত আল আমিন মালগাজী এলাকার সবুর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত ভ্যান চালক আল আমিনের ভ্যানের সাথে স্পর্শ গাগে পথচারি হেলালের। রাগান্বিত হয়ে হেলাল ভ্যান চালককে ঘুসি মারে। সাথে সাথে ভ্যান চালক অচেতন হয়ে পড়লে দ্রুত স্বাস্থ্য কমপে¬ক্স নিয়ে যায় স্থানীয়রা।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মোংলা ভ্যান রিক্সা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, হেলাল একাধিক মামলার আসামী। সে একজন মাদকাসক্ত। আল আমিনের ভ্যান ঢালু থেকে উঠার সময় হেলালের গায়ে স্পর্শ হয়। এতেই হেলাল রেগে যেয়ে আল আমিনকে মারধর করে।
সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, প্রত্যাক্ষদর্শীরদের তথ্য অনুযায়ী আসামিকে চিহ্নিত করতে পেরেছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতকে আটকের চেষ্টা চলছে।