নিজস্ব প্রতিবেদক : মোটা অংকের টাকা দাবি করায় যশোর কেশবপুর সহকারী জজ আদালতের পেশকার মনির হোসেনের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। রোববার কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের আব্দুল আজিজ এ অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, কেশবপুর সহকারী জজ আদালতে বিচারাধীন ৪১/২০২৬ মামলার ১ নম্বর বিবাদী আব্দুল আজিজ গাইন। এ মামলার প্রতি ধার্য দিনে হাজিরা দিতে আসলে পেশকার মনির ২০০ টাকা গ্রহণ করেন।
এ মধ্যে গত ১৬ অক্টোবর এ মামলার ধার্য দিনে তিনি নিজে বিবাদীদের পক্ষে আদালতে হাজিরা দেন। হাজিরা গ্রহণ করে পেশকার মামলাটি একতরফা করে দেয়ার কথা বলে তার কাছে ৫ হাজার টাকা দাবি করেন। এদিন বাদী পক্ষ আদালতে হাজির না থাকায় বিচারক পরে আদেশ দিবেন বলে জানান।
এদিন আদেশের জন্য বিকেল পর্যন্ত অপেক্ষায় থাকা আজিজের কাছে তিনি আবারও টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় বিকেলে মনির হাজিরার কাগজপত্র ফেরত দিয়ে আগামি ১৬ নভেম্বর দিন আছে বলে জানিয়ে দেন। তিনি এ আদালতে পেশকারের ষড়যন্ত্রে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকায় তিনি এ অভিযোগ দিয়েছেন।