নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ।’
দিবসটি উপলক্ষে যশোরে ২১ জন শিক্ষার্থী ও পাঠককে পুরস্কৃত করেছে জেলা সরকারি গণগ্রন্থাগার। সোমবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সোমবার যশোরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটির উদ্বোধন করেন এবং আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মমতাজ খাতুনের সভাপতিত্বে আলোচনাসভায় মুখ্য আলোচক ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। স্বাগত বক্তব্য দেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের রেফারেন্স অ্যাসিসট্যান্ট রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ ও জেলা কালচারাল অফিসার হায়দার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন।
অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থী ও পাঠককে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিজয়ীরা হলেন, বইপাঠ প্রতিযোগিতায় ক গ্রুপে মেহজাবীন আশরাফ রাইশা, আফিয়া জাহিন ত্বহা ও রুকাইয়া তাসনিম এবং খ গ্রুপে রিংকু রাণী দাশ, মুনা আফরিণ ও মুস্তাফিজুল হোসেন; চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে রাইশা ইসলাম, জুয়াইরিয়া আক্তার স্নেহা ও সাফওয়ান—উজ—জামান মন এবং খ গ্রুপে লাবিবা জামান লিবা, ইল্লি্যউনা ফারুক সারা ও জুনাইরা আক্তার; রচনা প্রতিযোগিতায় মেহেবুবা জান্নাত, রহিমা আফরোজ রুমপা ও সৈয়দ তানজিম মাহাবুব এবং উপস্থিত বক্তৃতায় ক গ্রুপে শেখ মুশফিক মানজুর, শুভজিৎ সরকার ও আয়শা জামান এবং খ গ্রুপে সনজিত সরকার, তানভীর শাহরিয়ার ও রুবেল হোসেন।
এদিকে, গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪।
দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টার সময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনিছুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনেক রকম বই আছে, যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। অবসর সময়ে এসেও যদি বিভিন্ন বই পড়ি, তাহলে জ্ঞান অর্জন করা সম্ভব। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান যবিপ্রবির গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ^াস, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, প্রধান চিকিৎক কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, উপ—রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, মো. জাহাঙ্গীর কবির, কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার প্রোগ্রামার এস এম ওয়ালিউজ্জামান, সহকারী রেজিস্ট্রার নাজনীন সুলতানা, সেকশন অফিসার মো. তুহিন হোসেনসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক—শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ। আলোচনা সভা পরিচালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ—পরিচালক মো. মেহেদী হাসান।