বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং সোনা চোরাকারবারী নাসির উদ্দিনকে (৪০) আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গুলি। নাসির বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত বুদো সর্দারের ছেলে, এলাকায় ‘গোল্ড নাসির’ হিসেবে পরিচিত।
র্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, শার্শার বাগআঁচড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে শনিবার সকালে আটক করা হয়। র্যাবের কাছে সংবাদ ছিলো— নাসির সেখানে মাদকের চালান বিক্রির জন্যে অপেক্ষা করছে। পরে তাকে আটক করে ২টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ৩টি রিভলবার, একটি ওয়ান শুটারগান এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, নাসির অস্ত্র, মাদক ও চোরাচালান ব্যবসার সাথে জড়িত। সীমান্ত এলাকায় গরু ফার্মের আড়ালে সে মাদকের বড় চালান যশোর থেকে বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের অস্ত্র ভারত থেকে কম মূল্যে কিনে তা বেশি দামে সন্ত্রাসীদের কাছে সাপ্লাই করে থাকে। তার বিরুদ্ধে মনি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি, অস্ত্র আইনে একটি ও হত্যাচেষ্টা আইনে একটি মোট তিনটি মামলা রয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, নাসির উদ্দিন বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী গ্রাম পুটখালী দিয়ে দীর্ঘদিন দাপটের সাথে চোরাচালানি ব্যবসা করে আসছে। তিনি এই জনপদের রাজনৈতিক নেতাদের সাথে সখ্যতা রেখে এসব চোরাচালানি ব্যবসা করে আসছেন বলেও গুঞ্জন রয়েছে। তার ব্যবসা পরিচালনার জন্যে রয়েছে বিশাল একটি বাহিনী। এই বাহিনী ভারতের ইছামতি নদী পার হয়ে ওপার থেকে আনে গরু, ফেনসিডিল, মদ, গাঁজা ও অস্ত্র ।
এপার থেকে পাঠায় সোনা। নাসির ভারত থেকে অস্ত্র এনে দেশের প্রত্যন্ত অঞ্চলে অস্ত্র সাপ¬াই দেয় বলে এলাকায় দীর্ঘ দিন যাবৎ নানা গুঞ্জন থাকলেও তিনি রয়ে গেছেন ধরা ছেঁায়ার বাইরে। তাছাড়া সোনা চোরাচালানের বড় একটি নেট ওয়ার্ক রয়েছে তার। বিভিন্ন সময় পত্রপত্রিকায় সোনা চোরা চালানের খবরের সাথে তার নাম প্রকাশিত হয়েছে। এর আগেও তার বাড়ি থেকে ২০২২ সালের ২৭ অক্টোবরে দুটি ওয়ানশুটারগান, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।
নাসির উদ্দিনকে আরো জিজ্ঞাসাবাদ এর জন্য যশোর থেকে তাকে খুলনা র্যাব এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে র্যাবের পক্ষ সংবাদ সম্মেলন করা হয়েছে।