নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিক (অনূর্ধ্ব—১৭) জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
সোমবার সকালে যশোর শামস্—উল—হুদা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন হয়। এর আগে সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা প্রশাসকের চত্বর থেকে বর্ন্যাঢ্য এক র্যালি বের হয়ে শহরের প্রদক্ষিণ করে স্টেডিয়ামে শেষ হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর সদর উপজেলা ও ঝিকরগাছা উপজেলা বালিকা দল। ম্যাচে একক আধিপত্য বিস্তার করে ঝিকরগাছার বালিকারা। ফলে নির্ধারিত ৭০ মিনিটে ৭—০ গোলে জয়লাভ করে ঝিকরগাছা উপজেলা।
দিনের দ্বিতীয় ম্যাচে যশোর সদর উপজেলার বিরুদ্ধে মাঠে নামে ঝিকরগাছা উপজেলা বালক দল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফলে নির্ধারত ৭০ মিনিটে গোল শূন্য ড্র হয়। ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ঝিকরগাছা উপজেলা বালক দল জয় লাভ করে।
এর আগে খেলার উদ্বোধন করেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামানের অনুষ্ঠান পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির, সদস্য সোহেল আল মামুন নিশাদ, এহসানুল হক সুমন, সায়েদা বানু শিল্পী প্রমুখ।