সমাজের কথা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেউ আহত না হলেও, ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি।
মঙ্গলবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন নেতার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। গোলাম মাওলা রনি নিজে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এছাড়া এই হামলার বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফাইড পেজ থেকে স্ট্যাটাস দিয়েছেন রনি।
যেখানে রনি লিখেছেন, জল্লাদের কবলে পড়ে আজ আর একটু হলেই মরতে বসেছিলাম। প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার প্রাণের ওপর আঘাত আসবে অমন চিন্তা কোন দিন মাথায় ঢোকেনি।
ঘটনার বর্ণনা দিয়ে ওই পোস্টে লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টি বিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল ঠিক তখন ইউটার্ন নেওয়ার যায়গায় ৪/৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ল। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন। তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগলো।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবগতও করেছেন গোলাম মাওলা রনি। প্রতিকারের আশ্বাসও পেয়েছেন; এছাড়া থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। উনি লিখিত অভিযোগ করেননি তবে, তিনি আমাদের ফোনে বিস্তারিত জানিয়েছেন। কে বা কারা এই হামলায় জড়িত আমরা বিস্তারিত তদন্ত করছি।