নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিড়্গােভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং জনগণের বিজয়কে নস্যাৎ করার চক্রাšত্ম করছে। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ নেতৃবৃন্দের ওপর বর্বোরচিত হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যা করে। এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ অসংখ্য নেতাকর্মীকে গুরম্নতর আহত করে। নেতৃবৃন্দ নৃশংস হামলায় জড়িতদের অবিলম্বে দৃষ্টাšত্মমূলক শা¯িত্ম দাবি করেন।
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের ওপর বর্বোরচিত হামলার প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিড়্গােভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। শনিবার জেলা বিএনপির কার্যালয়ে বিড়্গােভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিড়্গােভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো¯ত্মফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোলস্না হাবিবুর রহমান প্রমুখ।
এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো¯ত্মফা আমির ফয়সালের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে বিড়্গােভ মিছিল বের হয়। মিছিলটি চৌরা¯ত্মা থানা মোড়, রেল রোড, এম এম আলী রোড হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরম্নজ্জামান বাপ্পি, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো¯ত্মফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।