সমাজের কথা ডেস্ক : এমন সময় সবার জীবনে আসে না। কারও কারও আসে, যেমন ফারিণের এসেছে। যেদিকেই চোখ যায়, কেবল তাকেই দেখা যায়। যারই চোখ যায়, তারই প্রিয় হয়ে উঠছেন তিনি। তাকে এখন পাওয়া যাচ্ছে প্রায় সব মাধ্যমে। কখনও অভিনয়ে, কখনও গানে, কখনও প্রদর্শনে মানুষকে মোহিত করছেন তিনি। আর কিছু না হোক, অন্তত মিষ্টি এক চিলতে হাসি তিনি ধরে রাখেন সামনে তাকিয়ে থাকা মানুষটির জন্য।
মডেল হিসেবে বিলবোর্ড, ম্যাগাজিন বা র্যাম্প এখন অলংকরণের জন্য বেছে নিচ্ছে ফারিণকে। অভিনয়শিল্পী হিসেবে সর্বশেষ ‘কাছের মানুষ দূরে থুইয়া’ করে তিনি কুড়িয়েছেন কাড়ি কাড়ি প্রশংসা। গত মাসে ঈদুল ফিতরের নাটকগুলোর কথা আলাদা করে না বললেও চলে। কিন্তু আলাদা করে বলতে হচ্ছে ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দ্বৈতকণ্ঠে তাহসান খানের সঙ্গে গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটির কথা।
ইউটিউবে শতাধিক অ্যাকাউন্ট থেকে ভিন্ন ভিন্ন উপস্থাপনায় আপলোড করা হয়েছে ফারিণ-তাহসানের গানটি। ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, টিকটক কোথায় নেই সেই গানের ভিডিও! কী আছে সেই গানে? জনপ্রিয় গীতিকার কবির বকুলের কথা, তরুণ শিল্পী ইমরান মাহমুদুলের সুর, ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে উপস্থাপন, তাহসানের মতো জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা।
এতগুলো চকচকে অনুষঙ্গে যুক্ত হয়েছে ফারিনের মতো অভিনেত্রী, তার নতুন ধরনের কণ্ঠ ও মিষ্টি হাসি। সেই গান এখন ট্রেন্ডিংয়ে ১ নম্বরে রয়েছে। গানটি দিয়ে তৈরি হচ্ছে রিল আর রিল। সম্প্রতি তুরস্কে বেড়াতে গিয়ে রঙ বেরঙের নানা দৃশ্যের সঙ্গে ভিডিও করে ফারিণও তৈরি করেছেন রিল। গানটির এই বাঁধভাঙা সাফল্যে ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে ফারিণ বলেছেন, ‘সত্যিই আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। গানটি এত এত ভালোবাসা পাবে সেটা ভাবিনি। অনেক রিলস্, ভিডিওর পাশাপাশি যেখানেই যাচ্ছি অনেক প্রশংসা পাচ্ছি। অনেক কৃতজ্ঞতা।’
ফারিণ ভালো গান করেন সেটা হঠাৎ জানা গিয়েছিল একটি দৈনিক পত্রিকার আয়োজনে। সেখানে তিনি গেয়েছিলেন খালি গলায়। সেই গানও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে নজরুলসংগীত ‘বনে চলে বনমালী’ গেয়েও প্রশংসিত হন তিনি। তখন জানা গিয়েছিল, গানে তার হাতেখড়ি সেই শৈশবে। তালিম নিয়েছেন, টানা এক দশক চর্চাও করেছেন। অপেক্ষায় ছিলেন, একদিন সুযোগ আসবে, তিনি গান করবেন। সম্প্রতি ‘রঙে রঙে রঙিন হব’ গানটির সাফল্যের পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে নিয়মিত গান করবেন। তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে, গানটা আমার নিয়মিত করা উচিত। কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ হয়নি বটে, তবে আমি নিজ উদ্যোগেই কিছু গান করব।’
সম্প্রতি তুরস্ক ভ্রমণ শেষ করে নতুন উদ্যোমে কাজের প্রস্তুতি নিচ্ছেন তাসনিয়া ফারিণ। শিগগিরই তাকে দেখা যাবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিশেষ নাটক ‘জেনি’তে। সম্প্রতি অবমুক্ত হয়েছে নাটকটির ট্রেলার।