সমাজের কথা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পদের পরিমাণ ৩ কোটির কিছু বেশি। তবে তিনি নিজেকে ভূমিহীন দাবি করেছেন। এছাড়া তার গাড়ি-বাড়ি কিছুই নেই। মঙ্গলবার বারানসি কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার সম্পদের এই হিসাব জানা গেছে।খবর এনডিটিভির।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় মোদি জানিয়েছেন, তার মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ২ লাখ রুপি। এর মধ্যে ভারতের স্টেট ব্যাংকে তার জমা রয়েছে ২ কোটি ৮৬ লাখ রুপি, তার কাছে নগদ জমা ৫২ হাজার ৯২০ রুপি। এছাড়া গান্ধীনগর এবং বারানসির দুটি ব্যাংক অ্যাকাউন্টে তার ৮০ হাজার ৩০৪ রুপি রয়েছে।
এই সম্পদের বাইরে মোদির রয়েছে ৯ লাখ ১২ হাজার ৩৯৮ রুপির জাতীয় সঞ্চয়পত্র (এনএসসি)। আর আছে ৪টি সোনার আংটি, যার মূল্য ২ লাখ ৬৭ হাজার ৭৫০ রুপি।
নরেন্দ্র মোদি আরও জানিয়েছেন, তার স্ত্রী যশোদাবেন কী করেন, তার পেশা কী, আয়ের উৎস কী, কত আয় করেন, কোনো সম্পত্তি আছে কি না, কোনো ঋণ আছে কি না কিছুই জানেন না।
প্রধানমন্ত্রী মোদি অবশ্য জানিয়েছেন, তারও কোনো ঋণ নেই। তার কাছে সরকারেরও কোনো বকেয়া নেই। এছাড়া তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও নেই। বন্ড অথবা মিউচুয়াল ফান্ডে তিনি বিনিয়োগও করেননি।
মোদি জানিয়েছেন, তিনি গুজরাট থেকে স্কুল পাস করে স্নাতক হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। এমএ করেছেন আমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে। জানিয়েছেন, রাজনীতিই তার পেশা।