সমাজের কথা ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার পর এবার লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরাইল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে লেবাননের হামলার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মাউন্ট দোভ এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে, ইসরায়েল, লেবানন ও সিরিয়া। তিন দেশেরই সীমানা রয়েছে এখানে।
<< আরও পড়ুন >> সংঘর্ষে উত্তাল ইসরায়েল-ফিলিস্তিন : নিহত ৪৩২
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এই হামলার জন্য দায়ী করেছে ইসরায়েল। ইরান সমর্থিত এই গোষ্ঠী লেবাননের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করে। এর আগে ২০০৬ সালে মাসব্যাপী ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ছিল হিজবুল্লাহ।
চলতি বছর জুলাইয়ে লেবানন থেকে মিসাইল নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলে। সেবারও গুলি করে জবাব দিয়েছিল তেল আবিব।
শুক্রবার থেকে সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে গাজা। গাজা থেকে হামাসের হাজার হাজার রকেট হামলা ও ইসরায়লের পাল্টা হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ শতাধিক। উভয় দেশে আহতের সংখ্যা হাজারের বেশি ছাড়িয়েছে।