সমাজের কথা : গাজায় মানবিক সহায়তা সম্প্রসারণের জন্য জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেওয়া তিন কর্মকর্তা জানিয়েছেন, গাজায় সহায়তা বৃদ্ধি পেতে পারে। এর কিছুদিন আগে, গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি না হলে সামরিক সহায়তা বন্ধ হতে পারে বলে সতর্ক করেছিল মার্কিন প্রশাসন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি নেতানিয়াহুর এক মুখপাত্র। চতুর্থ এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, রবিবার আরেক দফা আলোচনায় বসতে পারে নেতানিয়াহুর সিকিউরিটি ক্যাবিনেট।
ইসরায়েলি চ্যানেল থারটিন নিউজ প্রথম এই বৈঠকের খবর প্রচার করে।
মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, ফিলিস্তিনে মানবিক সংকট হ্রাস করতে ইসরায়েলকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে মার্কিন প্রশাসন। অন্যথায় সামরিক সহায়তার রাশ টেনে ধরা হবে বলে সতর্ক করা হয়েছে।
গাজায় ত্রাণ সহায়তা প্রেরণ ও তা বিতরণে ভোগান্তি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে জাতিসংঘ। ইসরায়েলি বাঁধা ও আইন শৃঙ্খলার চরম অবনতিকে দায়ী করে আসছে আন্তর্জাতিক সংস্থাটি।
জাতিসংঘ জানিয়েছে, অক্টোবরের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত গাজার উত্তরাঞ্চলে কোনও খাদ্য সহায়তা পাঠানো যায়নি।
এদিকে, গাজায় ত্রাণ সহায়তা নিয়ন্ত্রণকারী ইসরায়েলি বাহিনীর শাখা বুধবার জানিয়েছে, জর্ডানের দেওয়া ৫০টি ট্রাক উত্তর গাজার দিকে গেছে। এসব ট্রাকে ছিল খাবার, পানি, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় শুরু করে সামরিক অভিযান। চলমান ইসরায়েলি আগ্রাসন ফিলিস্তিনের মানবিক সংকট কেবল বাড়িয়েই চলেছে।