মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে পিকনিকের বাস খাদে পড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছে। গতকাল মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল-জোডপুকুরিয়া কলেজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সদর উপজেলার রাজনগর গ্রামের শাওন (২৮), দোদুল হোসেন (৩৫), জাকির হোসেন (২৮), জুঁই (১০), নাহিদ (১৮), মুক্তি খাতুন (২৫), মিলি খাতুন (২০), খাজিরণ নেছা (৩০) সুমাইয়া খাতুন (১০), বর্শিবাড়িয়া গ্রামের চামেলী খাতুন (২২), পলি খাতুন (৩৬) ও স¤্রাট (১০)।
¯’ানীয় সূত্র জানায়, রাজনগর গ্রাম থেকে হাসান পরিবহন নামের একটি বাস নাটোরের লালপুরে পিকনিকে যা”িছলো। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা¯’লে গিয়ে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করে।