এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর—৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাসক্ত থেকে দূরে থাকে। যুব সমাজ ও কিশোর—কিশোরীদের স্বাভাবিক জীবন, লেখাপড়া ও দেশ গড়ার কাজে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
শনিবার বিকেলে কেশবপুর উপজেলার পাঁজিয়া কালীবাড়ি ফুটবল মাঠে আব্বাস—ফজর—দুষ্টু ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ফাইনাল খেলায় কেশবপুর নিধি স্পোর্টিং ক্লাব ট্রাইব্রেকারে ৪—২ গোলে মণিরামপুরের পোড়াডাঙ্গা যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও পৌর মেয়র রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা যুবলীগনেতা জুয়েল, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম—আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
<< আরও পড়ুন >> ঐক্যবদ্ধ আ’লীগ সকল ষড়যন্ত্রের জবাব দেবে : শাহীন চাকলাদার এমপি
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন, সদস্য আলতাফ হোসেন বিশ^াস, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, সোহরাব হোসেন, সদস্য ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।