৩০শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
খুলনা সিটির আজ নির্বাচন
খুলনা সিটির আজ নির্বাচন

খুলনা প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের ভোটগ্রহণ আজ। ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিতকল্পে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নগরী। ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২ হাজার ৩০০টি সিসি ক্যামেরা। মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ হাজার ৩০০ সদস্যসহ ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।


রবিবার সকাল ১০ টায় খুলনা পুলিশ লাইনের মাঠ থেকে বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের ব্রিফিংয়ের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়। ১০ জুন সকাল থেকে বিজিবি’র টহল এবং ১১ জুন ভোর থেকে নগরীর বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট স্থাপনসহ আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। কেসিসি’র এ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ না নিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), ইসলামী আন্দোলন, জাকের পার্টি অংশ নিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে এ নির্বাচনকে ঘিরে সব মহলের নজর এখন খুলনার দিকে।


এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) ও স্বতন্ত্র এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি)। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র হয়েছিলেন।


খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৩ ও ২৪ নং সাধারণ ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন কাউন্সিল নির্বাচিত হয়েছেন। বাকি ২৯টি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৫ জন। ৩১টি ওয়ার্ডের মোট ২৮৯টি ভোটকেন্দ্রে এক হাজার ৭৩২টি বুথ স্থাপন করা হচ্ছে। ভোটকক্ষ রয়েছে ১৭৩২টি। ভোটগ্রহণের দায়িত্বে থাকছেন ২৮৯জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩ হাজার ৪৬৪ জন পোলিং অফিসার।

খুলনা মহানগরীতে এবার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। এবারই প্রথম সবকটি কেন্দ্রেই ইভিএমে ভোট নেওয়া হবে।
ইতোমধ্যে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার, সদস্যদের বহনকারী যানবাহন মহানগরীর সড়কে চলাচল করতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। নির্বাচন উপলক্ষে যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।


এদিকে ১১ জুন র‌্যাব-৬ এর অধিনায়ক প্রেস ব্রিফিং এ বলেন, নির্বাচন উপলক্ষে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও শহরের প্রবেশ ও বাহিরের পথসহ বিভিন্ন স্থানে র‌্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দারা বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহে নিয়োজিত রয়েছে। ভোটকেন্দ্র ও আশেপাশে যাতায়ত পথের নিরাপত্তা নিশ্চিতকল্পে ইতিমধ্যে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ করছে। নির্বাচন সংক্রান্ত যে কোন ধরনের গুজব/অপপ্রচার প্রতিরোধে আমাদের মনিটরিং সেল গঠন করা রয়েছে।

এছাড়া র‌্যাবের ১৬টি পেট্রোল নির্বাচন চলাকালীন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চয়তায় মোবাইল পেট্রোলিং এবং স্ট্যাটিক পজিশনিং এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে। যেকোন বিপর্যয় মোকাবেলায় প্রয়োজনীয় সংখক রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে যেকোন অপ্রীতিকর ঘটনা কঠোর হাতে দমন করা হবে। আইন-শৃংখলা পরিপন্থী কোন কার্যক্রম ঘটলে যথাযথ সময় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়ন ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস বদ্ধপরিকর।


খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা বলেন, প্রতি কেন্দ্রে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে ১৭ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রতি ৩ কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম কাজ করবে। ২০টি মটরসাইকেল থাকবে। ২ টি মটর সাইকেলে ৪জন করে ক্রস পেট্রোল করবে। স্ট্যান্ড বাই পার্টি থাকবে ২০টি। প্রতি টিমে ৩৫ জন পুলিশ ও ২০ জন ব্যাটেলিয়ন সদস্য নিয়ে ৫টি রিজার্ভ টিম থাকবে।
এছাড়া ৩ হাজার ৪৬৮ জন আনসার সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, ২ কোম্পানি র‌্যাব নির্বাচনের কাজে সহযোগিতা করবে।


খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, এবার নির্বাচনে ভোটকেন্দ্রসহ নগরীর সার্বিক নিরাপত্তায় বিজিবি, পুলিশ, আনসার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট প্রায় আট হাজার পাঁচশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রের সামনে একটি করে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে। এছাড়া এক হাজার ৭৩২টি ভোটকক্ষের প্রতিটিতে একটি করে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
Fri Sat Sun Mon Tue Wed Thu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram