নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ। ২৭ মে বিভাগীয় কমিটি বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে শ্রেষ্ঠ কলেজ ঘোষণা করে। এর আগে কলেজটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি মাইকেল মধুসূদন কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬১২ জন পরীক্ষার্থী। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এ কলেজের সাড়ে ৪শ’ শিক্ষার্থী মেডিকেল কলেজ, বুয়েটসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তি সুযোগ পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নাচ,গান, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা চলমান রয়েছে।
শ্রেণি কক্ষে শিক্ষার্থী উপস্থিতির হার ৯০ শতাংশ, বিশেষ মনিটরিং টিমের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম তদারকি, কাম্পাসের পরিবেশ পরিচ্ছন্নতা থাকে। সব কাজ সম্পন্ন হয় অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে। এসব কারণে কলেজটি খুলনা বিভাগে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার জানান, কলেজ শ্রেষ্ঠ হওয়ায় আমরা আনন্দিত। এ সাফল্য কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ সকলের। এ সাফল্য নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই।