নিজস্ব প্রতিবেদক : তৃতীয় বারের মতো ইয়াং টাইগার্স অনূর্ধ্ব—১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে যশোর জেলা দল। শনিবার চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে তারা খুলনা জেলাকে ৮৬ রানে পরাজিত করে।
যশোর জেলা দল ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৬১ রান সংগ্রহ করে। এর মধ্যে অতিরিক্ত থেকে আরও ৩০ রান আসে। দলের পক্ষে আসাদুল্লাহ ৬৫ ও অগ্রর ঘোষ ৬৪ রান করে।
বল হাতে খুলনা জেলা দলের আনাফ, নাঈম ও রাজ বিশ্বাস ২টি করে এবং এসকে রিফাদ ও আরিফ ১টি করে উইকেট নেন।
জবাবে নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ১৭৫ রানে থেমে যায়। দলের আনাফ ইসলাম ৩৫, হাসান ইব্রাহিম ৩২, নাইম রাজ ১৬ রান করেন। বল হাতে যশোরের জাহেদ ও আসাদুল্লাহ ৩টি এবং আরিফ ১টি উইকেট নেন।
যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও জেলা দলের সাবেক ক্রিকেটার শিমুল বিশ্বাস শিমু বলেন, এর আগে আরও দুইবার চ্যাম্পিয়ন হয়েছি। এবার দিয়ে তৃতীয়বারে মতো খুলনা বিভাগীয় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছি। এই জয়ের ধারা অব্যাহত থাকবে এ কামনা করি। একই সাথে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব—১৪ জেলা দলের সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিন্দন জানাই।
যশোর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো বলেন, ইয়াং টাইগার্স অনূর্ধ্ব—১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে যশোর জেলা দল। আমরা রোববার তাদেরকে সংবর্ধনা দিবো। একই সাথে বিজয় র্যালি করবো।