৮ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
খুলনায় ৪৪ হাজার কৃষককে দেয়া হবে কৃষি প্রণোদনা

খুলনা প্রতিনিধি : খুলনা জেলায় এবার ৪৪ হাজার কৃষককে কৃষি পণোদনা। কেউ কেউ ফসল উৎপাদনের জন্যে পাবেন বীজ, সার ওকীটনাশক এবং কেউ কেউ পাবেন আর্থিক প্রণোদনা।

এরমধ্যে রোপা আমন ফসল ওঠার পর ওইসব জমিতে সরিষা আবাদের জন্য ১৩ হাজার ৬’শ জন কৃষকের প্রতি জনকে কৃষি প্রণোদনার অংশ হিসেবে একবিঘা জমিতে সরিষা আবাদে প্রয়োজনীয় বীজ—সার বিনামূল্যে প্রদান করা হবে।

এছাড়া গম, ভূট্টা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ চাষের জন্যে ৩১ হাজার ২০জন কৃষককে ৪ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৪শত টাকার আর্থিক সহায়তা দেয়া হবে।

বৃহস্পতিবার সকালে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভায় এ তথ্য জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডা. সবিজুর রহমান সভায় জানান, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টাকা ফি দিয়ে ডেঙ্গুটেস্টের ব্যবস্থা চালু রয়েছে।

এছাড়া সাপের কামড়ে মৃত্যু প্রতিরোধে জেলার উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরিমাণ এন্টিভেনম মজুদ আছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গত সেপ্টেম্বর মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ১৭৩টি মামলা দায়ের হয়েছে।

এছাড়া ট্রাফিক পুলিশ ৩৭৮টি মামলার মাধ্যমে ১৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আসন্ন দুর্গাপূজার সময় জেলার পূজামণ্ডপসমূহের নিরাপত্তায় জেলা পুলিশের এক হাজার তিনশত সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন।

জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ^াস সভায় জানান, জেলায় ধান—চালের মজুদ সন্তোষজনক। আমন মৌসুমে জেলায় ৫লাখ টন চাল এবং এক লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram