১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
খুবির বিজয় তোরণের নাম রাখা হলো শহীদ মীর মুগ্ধ
খুবির বিজয় তোরণের নাম রাখা হলো শহীদ মীর মুগ্ধ

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিজয় তোরণের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামানুসারে শহিদ মীর মুগ্ধ তোরণ রাখলেন শিক্ষার্থীরা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রধান ফটকের নাম শহিদ মীর মুগ্ধ তোরণ ঘোষণা দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আইমান আহাদ বলেন, শহীদ মীর মুগ্ধ ভাইয়ের স্মরণে খুবির প্রধান ফটকের নাম ‘শহিদ মীর মুগ্ধ’ ঘোষণা করছি। মুগ্ধ ভাই শহিদ হয়েও আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। সারা দেশের শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না।

গত ১৮ জুলাই সন্ধ্যার সময় ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ চলাকালীন খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার মৃত্যুর পরপরই একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ‘ভাই পানি লাগবে কারও,পানি’ কথাটি তিনি বারবার বলছিলেন। আন্দোলনের সময় এভাবে মুগ্ধের শহীদ হওয়া বাংলাদেশের মানুষের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে।

শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিন থেকে ২০২৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) প্রফেশনাল এমবিএ করছিলেন। তিনি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার ছিলেন।

শহিদ মীর মুগ্ধর বন্ধু গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী কাজী অর্ণব বলেন, আমার বন্ধু মুগ্ধ ছিল একজন ম্যাজিক্যাল বয়। সে যেখানেই যেত ম্যাজিক ছড়াতো। জীবিত অবস্থায় সে আমাদের জন্য অনেক কিছু দিয়েছে। এখন সে পুরো জাতিকে দিচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় যতদিন রবে, ততদিন রয়ে যাবে আমার বন্ধুর স্মৃতি।

এ সময় উপস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস, প্রফেসর ড. মো. নূরুন্নবী, প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রফেসর ড. মো. নুর আলম, প্রফেসর শরীফ মোহাম্মদ খান, সহযোগী অধ্যাপক আবুল ফজল, ইমতিয়াজ মাশরুর প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram