নিজস্ব প্রতিবেদক : খামারিদের সুরক্ষার স্বার্থে বিদেশ থেকে ডিম আমদানি বন্ধের দাবি জানিয়েছেন যশোরের প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও খামারিরা। শুক্রবার দুপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ দাবি জানান। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দপ্তর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও খামারিরা বলেন, বিদেশ থেকে ডিম আমদানি করা হলে পরনির্ভরশীলতা বাড়বে এবং মুরগি খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে ক্ষুদ্র খামারিরা নিঃস্ব হয়ে যাবে। এজন্য আমদানির পরিবর্তে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করা যায় এবং ক্ষুদ্র খামারিদের সুরক্ষা দেয়া যায়; নীতি নির্ধারণী পর্যায়ে সে ব্যাপারে গুরুত্ব দিতে হবে।
এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক।
বিশেষ অতিথি ছিলেন, যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের উপ—পরিচালক বখতিয়ার হোসেন, যশোর সদর উপজেলার সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপনেশ্বর রায় ও যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এগ্রিকালচার ইঞ্জিনিয়ার সুজাউল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন, চৌগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, ডা. প্রশান্ত কুমার রায়, জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, খামারি মোহাম্মদ পারভেজ প্রমুখ।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন যশোর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সায়েন্টিফিক অফিসার মেহেদি হাসান বিন্দু ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন তপু সাহা।