খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় বলেছেন, ‘উন্নত জাতি গঠনে শিড়্গার গুণগত মানোন্নয়ন প্রয়োজন। এজন্য শিক্ষকরা হচ্ছেন মূল শক্তি। পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষর মানোন্নয়নে যেসব বাধা রয়েছে তা উত্তরণ করে খাজুরা অঞ্চলকে শিক্ষা জোন হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শনিবার বাঘারপাড়া উপজেলার খাজুরাসহ পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ সভা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কবির খান জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ তরিকুল ইসলাম।
সহকারী প্রভাষক আবু সাঈদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার পাঁচবাড়িয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, ফুলবাড়ি সিদ্দিন আউলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজা, হাশিমপুর লিডেন গ্রামার স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সবুজ, খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাও. আব্দুল হাই, লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম মিয়া, বাঘারপাড়া উপজেলার খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ মন্ডল, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও মাগুরার শালিখা উপজেলার কাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন।
মতবিনিয়ম সভায় খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ কুমার ঘোষ, রায়পুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাও. নাজমুল হুদা, খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল জলিল, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান, ইছালী মডেল কলেজের অধ্যক্ষ নূরে-ইলাহী-মিলন, চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কোহিনুর রহমান, জহুরপুর খবির-উর-রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনন্ত সরকার, যুবলীগ নেতা রুবেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় যশোর সদর, বাঘারপাড়া ও মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।