সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্নাঢ্য র্যালি শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. আরিফুর রহমান।
<<আরও পড়তে পারেন>> জমি ফেলে না রেখে সেখানে তুলা চাষের আহ্বান
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি জমির পরিমান দিন দিন কমে আসছে। এটি রোধ করতে হবে। এছাড়া প্রতিকূল আবহাওয়া সহনশীল নানা জাতের ফসল সহ বিভিন্ন প্রযুক্তির বিষয়েও কথা বলেন তারা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, কৃষি কর্মকর্তা মো: মনির হোসেন, ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।