নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার—২) ক্রিকেট লিগে সোমবারের দুটি খেলায় জয় পেয়েছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউট ও আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব। সোমবার যশোর শামস—উল—হুদা স্টেডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হয়।
<<আরও পড়তে পারেন>> ক্রিকেট লিগ : থ্রী ব্রাদার্স যুব সংঘ ও রিপন অটোস জয়ী
দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ক্লেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিউট ও দেশ ক্রিকেট একাডেমী। এ ম্যাচে ৩ উইকেটে জয় পেয়েছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইনিসটিটিউট। খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দেশে ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে তারা। ব্যাট হাতে দেশ ক্রিকেটে একাডেমির আশরাফী মাহমুদ ৩টি চার ও ১টি ছয়ে ৩১ রান করেন।
আরিফুল ইসলাম ২ টি চারের মারে ২৪ রান করেন। রবিউল ইসলাম ২ টি চারের মারে ২১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান। বল হাতে ক্লেমন আছিয়া ক্রিকেট ইনিসটিটিউটের আশিকুর রহমান ৩টি এবং সাবিথ সাদমান ও সাকিরুল ১টি করে উইকেট নেন। ১৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্লেমন আছিয়া ক্রিকেট ইনস্টিটিটিউট ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পেঁৗছে যায়।
তাদের আশিকুর রহমান ২টি চার ও ২টি ছয়ে ২৪ রান করেন। জিহান ২টি চারের মারে ১৯ রান করেন। মাহাদি ২টি চারের মারে ১৯ রান করেন। রোহিত ৪টি চারের মারে ১৭ রান করেন। বল হাতে দেশ ক্রিকেট একাডেমীর সাওয়াব ৩টি, কাজি রাকিব ২টি ও আশরাফি মাহমুদ ১টি করে উইকেট নেয়।
এদিকে দ্বিতীয় ম্যাচে আর্ডেন্সী স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে মাঠে নামে কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ। এ ম্যাচে ৮৬ রানে জয় পেয়েছে আর্ডেন্সী স্পোর্টিং ক্লাব। খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আর্ডেন্সী স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে ২৪৩ রান সংগ্রহ করে আর্ডেন্সী স্পোর্টিং ক্লাব।
ব্যাট হাতে আর্ডেন্সী স্পোর্টিং ক্লাবের আকিব জাবেদ মাত্র ৫৬ বলে ১৩ টি চার ও ৫টি ছয়ের মারে ১০০ রান করেন। নুর হোসেন ১১ টি চার ও ১ টি ছয়ের মারে ৬৭ রান করেন। শহিদুল ইসলাম ৪টি চারের মারে ৩৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৩ রান। বল হাতে কপোতক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের রাসেল ২টি ও জ্যোতি শিকদার ১টি করে উইকেট নেন।
ব্যাট হাতে কপোতাক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের জাহিদ হাসান ৬টি চার ও ৩টি ছয়ে ৫৯ রান করেন। জ্যোতি শিকদার ৪টি চার ও ১টি ছয়ে ২৯ রান করেন। আশরাফুল কাবির ৩ টি চারের মারে ১৮ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২২ রান। বল হাতে আর্ডেন্সী স্পোর্টিং ক্লাবের মাহিন ইসলাম ৪ টি, নুর হোসেন ৩ টি এবং কোমর উদ্দিন, শহিদুল ইসলাম ও রিফাত হোসেন ১ টি করে উইকেট নেন।