ক্রীড়া ডেস্ক : ভারতের উঠতি তারকা ক্রিকেটার রিংকু সিং ব্যক্তিগত জীবনে নিতে চলেছেন এক বড় সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, আসছে ৮ জুন সমাজবাদী পার্টির নবনির্বাচিত সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে তার বাগদান অনুষ্ঠিত হতে যাচ্ছে। লখনৌর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে থাকবেন রাজনীতি, খেলা, বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের বহু তারকা।
প্রিয়ার সঙ্গে রিংকুর সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল চলতি বছরের শুরুতেই। যদিও সে সময় প্রিয়ার বাবা, প্রবীণ রাজনীতিবিদ তুফানি সরোজ তা অস্বীকার করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে জল যে অনেক দূর গড়িয়েছে, তা এবার আর অস্বীকার করার উপায় নেই। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও নিউজ১৮-সহ একাধিক সূত্র বলছে, শুধু বাগদান নয়, আগামী ১৮ নভেম্বর বারানসির তাজ হোটেলে হবে রিংকু-প্রিয়ার রাজকীয় বিয়ের অনুষ্ঠান।
বিয়ের আয়োজন হবে একেবারে ঘরোয়া ও ঐতিহ্যবাহী রীতিতে, তবে অতিথিদের তালিকায় থাকবে রাজনৈতিক নেতা, জাতীয় দলের ক্রিকেটার ও বলিউড তারকারাও। প্রিয়া সরোজ, যিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ভারতের কনিষ্ঠতম সংসদ সদস্যদের একজন হিসেবে আলোচনায় আসেন, পেশায় একজন আইনজীবী। নয়ডার আমিটি বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়াশোনা করেছেন তিনি। বয়স মাত্র ২৫ বছর।
অন্যদিকে, ২৭ বছর বয়সী রিংকু সিং ভারতের টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ। এরই মধ্যে ৩৩টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে খেলেছেন বাঁহাতি এই আগ্রাসী ব্যাটার। আন্তর্জাতিক অঙ্গনে স্ট্রাইকরেট ১৬১.০৬ ও গড় ৪২—ক্রিকেটবিশ্বে তার নাম উঠেছে ‘ফিনিশার’ হিসেবে।
প্রিয়ার এক বিশ্ববিদ্যালয় বন্ধুর সূত্রেই রিংকুর সঙ্গে তার পরিচয় হয়। ওই বন্ধুর বাবাও একজন প্রাক্তন ক্রিকেটার ছিলেন। বন্ধুত্ব গড়ে ওঠে, সময়ের সঙ্গে তা পরিণত হয় ভালোবাসায়। এক বছরের বেশি সময় ধরে তারা পরস্পরকে চেনেন, ভালোবাসেন। শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতেই তারা বিয়ের সিদ্ধান্তে পৌঁছেছেন।
রিংকু-প্রিয়ার এই বন্ধন যেন দুই ভিন্ন জগতের মিলন। মাঠে যিনি দুর্দান্ত এক ‘ফিনিশার’, সংসদে যার আগমন নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে—তাদের গল্প এখন গণমাধ্যমের শিরোনামে।
ক্রিকেটের গ্ল্যামার আর রাজনীতির প্রভাব, দুই মিলিয়ে এই জুটির বিয়ের অনুষ্ঠান নিঃসন্দেহে ভারতের অন্যতম আলোচিত সামাজিক আয়োজন হতে চলেছে। আগামী ৮ জুনের দিকেই তাই তাকিয়ে ক্রিকেট ও রাজনীতির অনেক অনুরাগী।