কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর সদর ইউনিয়নের ১ নম্বর দোরমুুটিয়া, ২ নম্বর নতুন মূলগ্রাম ও ৩ নম্বর মূলগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৮ ফেব্রæয়ারি বিকেলে নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও উপজেলা যুবলীগের আহŸায়ক বিএম শহিদুজ্জামান শহীদ। অন্যানের মধ্যে উপস্থিত
ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য স্বপন কুমার মুখার্জি, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,
পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল করিম গাজী, আমিন দফাদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাবু, আমানুর রহমান খান, জিএম মিজানুর রহমান মিল্টন, আমজাদ
হোসেন, আব্দুল লতিফ রানা, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহŸায়ক তৌহিদুর রহমান, যুগ্ম আহŸায়ক আব্দুল গফুর, মেহেদী হাসান শিমুল, বিদানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম প্রমূখ।
সম্মেলনে রহমত আলীকে সভাপতি নির্বাচিত করে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, আব্দুর রহিমকে সভাপতি ও শংকর মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং নিমাই চন্দ্র দাসকে সভাপতি ও আইয়ুব আলী গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।