কেশবপুর (যশোর) প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কেশবপুর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ৯ অক্টোবর সন্ধ্যায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাত্তির্ক চন্দ্র সাহার সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন বিশ^াস, পৌর আওয়ামী লীগনেতা অধ্যক্ষ মশিয়ার রহমান, আবু শাহীন, ফিজুর রহমান খান, মনিরা খানম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মোল্যা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগনেতা মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী মোড়ল।