কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা ভবন ও মির্জাপুর দাখিল মাদ্রাসার ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে ওই ভবন দুটির উদ্বোধন করেন যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। ভবন দুটি বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) যশোর।
ভবন দুটি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক ভাইস
চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক রেবা ভৌমিক, গৌরিঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান
হাবিব, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মনজুর রহমান, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের
আহ্বায়ক সরদার মনসুর আলী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনু রানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফফার গফুর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটো, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কুলিয়া রহমান, যুগ্ম আহ্বায়ক মাস্টার ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না, মাসুদুর রহমান প্রমুখ।