কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুলভবন ও সড়কের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে প্রধান অতিথি হিসেবে স্কুল ভবন ও পাকা রাস্তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যশোর -৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
এগুলো হলো, শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত ভবন এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে নির্মিত কেশবপুর থানা মোড় হতে বায়সা আরএইচডি হয়ে মধু চেয়ারম্যান বাড়ি সড়ক।
উদ্বোধন অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার
রহমান সাগর, জেলা নেতা রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এসএম বাবর আলী, শিক্ষা
ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, সদস্য শেখর রঞ্জন দাস, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক সরদার মুনসুর আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউপি
চেয়ারম্যান তৌহিদুজ্জামান, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান পিরু, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অলিয়ার রহমান,
যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিএম মিজানুর রহমান মিল্টন, আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিএম আলতাফ হোসেন, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক
রামপ্রসাদ দেবনাথ, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।