কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা বড়পাথরা ভলিবল একাদশের ফাইনালে তালা ভলিবল একাদশ ৪-১ সেটে বাবর আলী ভলিবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার রাত ১০টায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ান দলতে ৩০ হাজার টাকা ও ট্রফি ও রানার আপ দলকে ২০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন জয় টেক্সের স্বত্বাধিকারী শফিকুল ইসলামসহ অতিথিবৃন্দ।
এর আগে ওই দিন বিকেলে আšত্মর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় চুয়াডাঙ্গা বড়পাথরা ভলিবল মাঠে ৪ দলীয় ডে-নাইট ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রম্নহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
টুর্নামেন্টে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারি মো¯ত্মাফিজুর রহমান বাবু। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন ভলিবল ফেডারেশনের রেফারি আবু সাঈদ। স্থানীয় নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আয়োজকরা বিকেল থেকে সকল অনুষ্ঠান দারম্নণভাবে উপভোগ করেন।