কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শেখ রাসেল মিনি স্টিডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৭-৬ গোলে হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । উপজেলা প্রশাসন এই খেলার আয়োজন করে।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার, উপজেলা বিআরডিবি অফিসার সুজন চন্দ্র চন্দ প্রমুখ।
ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি আতিয়ার রহমান।