কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর—৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের বিজয় নিশ্চিত করতে বিশেষ বর্ধিত সভা করেছে জাতীয় শ্রমিকলীগ।
সোমবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সহ—সভাপতি আজিজুল আলম মিন্টু, সহ—সভাপতি মোর্তজা হোসেন, সহ—সভাপতি আলাউদ্দীন, যুগ্ম—সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিটন, সহ সম্পাদক নুর মোহাম্মদ কুটি, ক্রীড়া সম্পাদক সাহেদ হোসেন জনি ও রতন অধিকারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের উপজেলা যুগ্ম—আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, যুগ্ম—আহ্বায়ক এস এম মুজিবুর রহমান, পৌর জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক শহিজ্জামান শহিদ, যুগ্ম—আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম—আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন প্রমুখ। বিশেষ বর্ধিত সভা শেষে নেতৃবৃন্দ নৌকা প্রতীকে ভোট চেয়ে কেশবপুর পৌর শহরে ব্যাপক গণসংযোগ করেন।