কেশবপুর (যশোর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর—৬ (কেশবপুর) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের পক্ষে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে এক ঐতিহাসিক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১১ টি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুব মহিলা লীগ পৃথক পৃথক মিছিল সহকারে কেশবপুর পাবলিক ময়দানে একত্রিত হয়। মুহূর্তের মধ্যে পাবলিক ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জয় বাংলা আর নৌকার শ্লোগানে পাবলিক ময়দান মুখরিত হয়ে ওঠে। কেশবপুরের ইতিহাসে মহিলাদের এত বড় মিছিল কেউ কখনো দেখেনি।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবালের সভাপতিত্বে ও উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজের পরিচালনায় পাবলিক ময়দানে নৌকার প্রচার মিছিলে উদ্বোধনী বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর—৬ (কেশবপুর) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সুফলাকাটি ইউনিন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, যুগ্ম সদস্য সচিব অ্যাড মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ^াস, কেশবপুর সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক মহিবুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাত্তির্ক চন্দ্র সাহা, উপজেলা যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনু রাণী হালদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।
নৌকার প্রচার মিছিলটি পাবলিক ময়দান থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়। মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতা—কর্মীদের জয়বাংলা ও নৌকার শ্লোগানে কেশবপুর পৌর শহর মুখরিত হয়ে যায়।