এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুরে জামায়াত বিএনপির এজেন্ডা বা¯ত্মবায়ন করার কোনো সুযোগ নেই। শান্তি আর স্বস্তির কেশবপুরকে কেউ অশান্ত করার পাঁয়তারা করলে কঠোর হস্তে দমন করা হবে। ঘোলা পানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নেই বিএনপি জামায়াতের।
তিনি শনিবার সন্ধ্যায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি শাহীন চাকলাদার বলেন, অবহেলিত কেশবপুর উপজেলার উন্নয়ন হয়েছিল সাবেক সফল শিক্ষামন্ত্রী প্রয়াত এ এস এইচ কে সাদেকের হাত দিয়ে। এ এস এইচ কে সাদেকের মৃত্যুর পর তাঁর সহধর্মিণী ইসমাত আরা সাদেক দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসমাত আরা সাদেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন। তিনিও কেশবপুরের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছিলেন। আমরা সাদেক পরিবারের কাছে ঋণী।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আবু শরীফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রম্নহুল আমিন। দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, যুগ্ম সম্পাদক নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী অধ্যাপক রেবা ভৌমিক, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মনসুর আলী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগনেতা রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কোষাধ্যক্ষ স্বপন মুখার্জি, সহ দপ্তর সম্পাদক মনজ তরফদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, সদস্য শেখর রঞ্জন দাস, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মনজুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগনেতা মুন্নাফ হোসেন মুন্না প্রমুখ।
উল্লেখ্য, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ২০২০ সালের ২১ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইসমাত আরা সাদেকের স্বামী এ এস এইচ কে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।