কেশবপুর (যশোর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুপ্রেরণায় কৃষকের দুই বিঘা জমির ধান কেটেছে কেশবপুর উপজেলা ছাত্রলীগ। তারা ধান কেটে মাড়াই করে বাড়িতে তুলে দিয়েছেন।
যশোর জেলা ছাত্রলীগের আহ্বানে কেশবপুরের পরচক্রা গ্রামের কৃষক জহজ আলী মোড়লের ওই জমির ধান কেটেছে উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্নার নেতৃত্বে মঙ্গলবার বিকেলে এই ধান কাটা হয়।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন, আরাফাত হোসেন, আরিফ হোসেন, রাসেল হোসেন, মাহতাব হোসেন, আল-আমিন, হৃদয় হোসেন, মনিরুজ্জামান মনি, আব্দুল¬াহ, সোহেল রানা, ইয়াসিন হোসেন, সবুজ হোসেন, তহিদ উল¬াহ, ফরহাদ হোসেন, হাসান হোসেন, রাজু আহমেদ, অজয় কুমার, শান্ত, সবুজ হোসেন, হৃদয় হোসেন, ইমন, কারিমুল, সবুজ হোসেন, তুষার, জীবন, ইমরান, রিপন, আরিফ, অনিমেষ, শান্ত খান, লাভলু, সাকিব, ইমন, নাঈম, সাব্বির, শফিকুল, নাসির, কুদ্দুস, বুলবুল, ঈনান, সাদ্দাম, রিপন, শিপন, টিটু, জলিল, মিঠু, দুর্জয়, জহজ আলী, শুভ, তুহিন, সাকিব, আলামিন, মামুন, রাসেল, হাবিবুর, তূর্য, ইলিয়াস, শান্ত, বিজন, প্রতাপ, অপু, নিয়ামত, রেজয়ান, শিপন, মমিন, মাসুদ, সাগর, আতাউর, তুষার, আরিফ, এনামুল, একরামুল, বুলবুল প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও এমপি শাহীন চাকলাদারের অনুপ্রেরণায় এবং যশোর জেলা ছাত্রলীগের আহবানে তারা এই ধান কেটেছেন।