কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর জমিজমা বিরোধে রাজনগর বাঁকাবর্শী বিলে জমির ধান ক্ষেত নষ্ট করে ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা। উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত এক অভিযোগে মাগুরখালী গ্রামের জব্বার মোল¬ার ছেলে হযরত আলী এ তথ্য জানান।
তারা পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬২ শতক জমি দীর্ঘ দিন চাষাবাদ করে আসছেন। এলাকার একটি কুচুক্রি মহল ওই জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছেন দীর্ঘনি। তা না পেরে ১০ ফেব্রæয়ারি মধ্যরাতে গ্রামের শহীদ মোড়ল, আব্দুল মজিদ, আলতাফ হোসেন, রিপন হোসেন, রানা, সবুজ, মনিরুজ্জামান বাবু ওই জমিতে রোপণকৃত ধানের চারা ধ্বংস করে ক্ষতিসাধন করে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দপ্তর দুটি থেকে তদন্ত করা হচ্ছে বলে জানাগেছে।