এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে আওয়ামী লীগ।
তিনি আর ব্আলেন, ওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। পৃথিবীর ইতিহাসে বছরের প্রথমদিনে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার অনন্য নজির একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের। তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানোসহ শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
গতকাল বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত কেশবপুর উপজেলার আটন্ডা এস এল মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতলেব এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সময় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, সদস্য শেখ মনিরম্নজ্জামান মনি, বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, মঙ্গলকোট ইউপিেে চয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, সফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, মজিদপুর মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএম আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটু, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিএম শহিদুজ্জামান শহীদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক আল হেলাল, পৌর যুবলীগ নেতা সবুজ হোসেন নিরব, উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না, পৌর ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান প্রমুখ।