সমাজের কথা ডেস্ক : প্রায়ই নারী ভক্তদের বিড়ম্বনায় পড়ছেন চিত্রনায়ক জায়েদ খান। স্টেজ শো অথবা ঘুরতে গেলে- নারী ভক্তদের সামাল দিতে বেশ বেগ পেতে হয় এই নায়ককেও। এবার আবারও নারী ভক্তদের বিড়ম্বনায় ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক।
এবারের কারণ, জায়েদ খান বিয়ে করেছেন! আর গিয়েছেন হানিমুনেও। সেটি শুনে নারী ভক্তদের মেসেজে ভরে যাচ্ছে তার ফেসবুকের ইনবক্স। অনেকে কেঁদেও ভাসাচ্ছেন!
জায়েক খানের ভাষ্য, ‘আজকে বিজ্ঞাপনের খবর প্রকাশ হয়েছে। এরপর থেকেই আমর ইনবক্স ভর্তি হয়ে যাচ্ছে মেয়েদের মেসেজে। আরে বাবা, তোমরা তো পুরো খবরটা পড়বে! শুধু শিরোনাম পড়েই এই কান্নাকাটি।’
বলা দরকার, সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন জায়েদ খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জলি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অনন্য মামুন।
বিজ্ঞাপনের থিম- নতুন বউয়ের পছন্দে হানিমুনে যান কক্সবাজারে। বউকে নিয়ে উঠেন আর্ন্তজাতিক মানের একটি হোটেল।
জায়েদ খানের নতুন বিজ্ঞাপনটি নিয়ে আজ মঙ্গলবার সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। খবরের শিরোনামগুলো হয়েছে এমন- ‘বউকে নিয়ে হানিমুনে জায়েদ খান’, ‘হানিমুনে জায়েদ খান’ ইত্যাদি। আর এমন শিরোনামের কারণেই নারী ভক্তরা তাকে ফেসবুকে একের পর এক মেসেজ করে যাচ্ছেন।"