সমাজের কথা ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের প্রত্যেক কেন্দ্রীয় নেতাকে নির্বাচনমুখী হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে এ নির্দেশনা দেন।
১৬ দিনের সরকারি সফর শেষে গণভবনে পৌঁছালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা বলেন, চলতি মাসে আমিও ছয়টি জনসভায় অংশ নেব। দায়িত্বপ্রাপ্তদের এলাকায় যেতে হবে। আমরা সরকারে থেকে কী কী করেছি, সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।
<< আরও পড়ুন >> কোনোভাবেই অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করতে পারবে না : প্রধানমন্ত্রী
এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এ নির্দেশনা দেন। গণভবনে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, যথাসময়েই নির্বাচন হবে। প্রস্তুত হোন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। দলের প্রত্যেক নেতাকর্মীকে ভোটের প্রস্তুতি নিতে হবে। আর যারা এই ভোট ঠেকাতে আসবে তাদের প্রতিহত করতে হবে। সরকারের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।